Daily Gazipur Online

শাহরাস্তি মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোরশেদ আলম বাকী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সুরসই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, মোরশেদ আলম বাকী দোয়াভাঙ্গা থেকে মোটরসাইকেল করে তার কর্মস্থলে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা ভ্যান গাড়ির সাথে ধাক্কা লেকে রাস্তার পাশেই একটি গাছের সঙ্গে সজোরে আঘাতপ্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায়। জানা যায়, সে হাজীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের নওহাটা গ্রামের তালুকদার বাড়ির মোস্তফা কামালের ছেলে। বাকী শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতালের মার্কেটিং-এ দীর্ঘ দিন ধরে কাজ করতো। এ বিষয়ে মেডিল্যাব হাসপাতালের পরিচালক ও ডা. মো. আরিফুল হাসান জানান, মোরশেদ আলম বাকী আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতো। কাজের প্রতি সে খুবই দায়িত্বশীল ছিলো। তার মৃত্যুতে মেডিল্যাবের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।