এস,এম,মনির হোসেন জীবন : বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসা সেবার নামে প্রতারণা, জাল-জালিয়াতি,করোনার টেস্ট রিপোর্ট ভুয়া,টাকা আত্নসাতসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদসহ ১৭জনের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলার নতুন করে তদন্তভার এলিট ফোর্স র্যাবকে দেয়া হয়েছে। এতোদিন মামলার তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই মামলাটিই তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল এলিট ফোর্স র্যাব।
এলক্ষে ইতোমধ্যে সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি জাল টাকা মামলাও সাতক্ষীরার দেবহাট্রা থানায় অবৈধ অস্ত্র ও ম্যাগজিন ভর্তি গুলি উদ্ধারের ঘটনায় র্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলাসহ এই দু’টি মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে এলিট ফোর্স র্যাব।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল র্যাবের প্রতিনিধি দল।
এদিকে, মঙ্গলবার সাহেদের মামলার বিষয়ে বৈঠক করতে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এলিট ফোর্স র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্ণেল সারওয়ার বিন কাশেম ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এদিকে, আজ বুধবার র্যাবের আইনও গনমাধ্যম শাখার মুখপাত্র (পরিচালক) লে. কর্ণেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পরপরই তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে আমাদের তদন্তের অনুমোদন দেয়।
লে. কর্ণেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে জানান, ইতোমধ্যে সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি জাল টাকা মামলাও সাতক্ষীরার দেবহাট্রা থানায় অবৈধ অস্ত্র ও ম্যাগজিন ভর্তি গুলি উদ্ধারের ঘটনায় র্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলাসহ এই দু’টি মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই আমরা এই দু’টি মামলার তদন্তের অনুমোদন পেয়ে যাবো।
এক প্রশ্নের জবাবে র্যাবের আইনও গনমাধ্যম শাখার মুখপাত্র বলেন,রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মো: সাহেদকে প্রধান আসামি করে উত্তরা পশ্চিম থানায় ১৭জনের নামে দায়ের করা প্রতারনা ও টাকা আত্নসাত মামলার নতুন করে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা। এরপর গোয়েন্দা পুলিশ (ডিবির) তদন্ত কর্মকর্তার কাজ থেকে মামলার সমস্ত কাগজপত্র ও মামলার ডকেট আনা। তারপর সাহেদের দেয়া তথ্য উপাত্ত,স্বীকারোক্তি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পরবর্তী কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
সাহেদের বিরুদ্ধে এ পর্যন্ত কত গুলো অভিযোগ র্যাবের কাছে জমা পড়েছে, জানতে চাইলে লে. কর্ণেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে জানান, আজ বুধবার পর্যন্ত মেঠো ফোনে ও ইমেইলে সব মিলেয়ে সাহেদ করিম ওরফে সাহেদের বিরুদ্ধে ১৫০টি অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। এগুলো যাচাই বাচাই করা হচেছ।
আইনশৃংখলা বাহিনীর সুত্রে জানা গেছে, করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ৬ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।
এদিকে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ গনমাধ্যমকে জানান, এখনও পর্যন্ত সাহেদ করিম ওরফে মো: সাহেদের বিরুদ্ধে আমার থানায় ১১টি প্রতারনা,জাল-জালিয়াতি,অর্থ আত্নসাত,জালটাকা সংক্রান্ত অপরাধসহ আমার থানায় ১১টি রুজু করা হয়েছে।
ওসি জানান, মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এরপর থেকেই পালিয়ে ছিলেন শাহেদ। ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের শাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে সেখানে থেকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়। এরপরে ১৬ জুলাই শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত। তবে ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরদিন ১৬ জুলাই সাহেদ এবং রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত। আর সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে সাতদিনের রিমান্ডে পাঠানো হয়।