Daily Gazipur Online

শাহ আলমগীর এর মৃত্যুতে আরজেএফ’র শোক ও শ্রদ্ধা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রেস ইনিষ্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমীগর এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)। এক শোক বার্তায় আরজেএফ’র নেতৃবৃন্দ বলেন, শাহ আলমগীরকে হারিয়ে সাংবাদিক সমাজ হারিয়েছে একজন যোগ্য পেশাদার অভিভাবককে। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আরজেএফ’র নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য নামাজের জানাাযায় অংশগ্রহণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার, কোষাধ্যক্ষ ষৈয়দ আল আমিন হোসেন সোহাগসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪ মার্চ শোক সভা: আগামী ৪ মার্চ রোজ সোমবার বিকাল ৪টায় পিআইপি’র মহাপরিচালক শাহ আলমগীর এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। উক্ত দোয় মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।