
ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়ের কঠিন চ্যালেঞ্জ ছিল সেশন জটমুক্ত করা। সে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। এখন আর সেশন জট নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যেসব কলেজ আছে সেগুলোতে আমরা এখন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি।’
মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ আরও বলেন, শিক্ষকদের পেশাদারিত্বের দিকে বেশি জোর দিতে হবে। বর্তমানে শিক্ষকদের মধ্যে পেশারিত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকতা পেশাকে মনে প্রাণে ধারণ করতে হবে। কারণ উন্নয়নমূলক সমাজের মূল কথাই পেশাদারিত্ব। তাই পেশাদারিত্বের দিকে মনোযোগ দিতে হবে বেশি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গণিত বিষয়ে ৩য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী দিনে ১৪২ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, কোর্স কো-অডিনেটর অধ্যাপক ড. ভীম্মদেব চৌধুরী, বাংলা অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, সমাজবিজ্ঞান অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, গণিত ও প্রকল্প পরিচালক ড. এ. কে. এম. মুখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ।
