Daily Gazipur Online

শিক্ষার্থীদের খেলাধুলায়ও পারদর্শী হতে হবে: প্রতিমন্ত্রী রাসেল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। এর ফলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দর মনের অধিকারী হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তকলেজের মধ্যে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে এ ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। বর্তমান উপাচার্যের গতিশীল নেতৃত্বে দেশব্যাপী কলেজগুলোর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সত্যিই মাইলফলক হয়ে থাকবে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে চূড়ান্ত পর্বের ক্রীড়া প্রতিযোগিতা হয়। এ পর্বে সাতটি ইভেন্টে ১৭৬ জন ছেলে-মেয়ে অংশ নেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, এ প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথমে বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা হয়েছে। এরপর চূড়ান্ত পর্ব হয়েছে শুক্রবার ঢাকায়। চূড়ান্ত পর্বে সাতটি ইভেন্টে ১৭৬জন শিক্ষার্থী অংশ নেয়।
উপাচার্য আরো বলেন, আমরা শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করতে চেষ্টা করছি। শিক্ষার্থীরা যাতে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বেড়ে উঠতে পারে সেই জন্য আমরা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। এ প্রতিযোগিতা আয়োজনের ফলে সারাদেশের কলেজগুলোর মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।