
হলধর দাস,নরসিংদী থেকে : শিবপুরের কামারটেক এলাকায় মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” প্রাঙ্গনে একাডেমির শিক্ষার্থীর অভিভাবকদের এক মতবিনিময় সভা-২০১৯ গত ১৭ মে বিকেলে অনুষ্ঠিত হয়েছে। একাডেমি’র সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাত বিশিষ্ট সমাজ সেবক নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মান উন্নয়নে অভিভাবকদের করণীয় বিভিন্ন বিষয় এবং শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আগত অভিভাবক,একাডেমি’র ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আগত অতিথিবৃন্দদের মধ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বশীর মৃধা, সুবল চন্দ্র শর্মা,হাজী আমজাদ হোসেন,বিলকিস আক্তার,সানিয়া ইসলাম জিদনী, মোঃ ওয়াহেদুল্লাহ, অভিভাবক হারুন-অর-রশীদ,যশোার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একাডেমির সদস্য,মেজবাহ্ উদ্দিন জজ, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস,সাংবাদিক তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এলাকার মেধাকে সমাজের সামনে তুলে ধরতে। সঠিক পথে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে যেতে পারলে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ নয়। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং দেশের প্রত্যন্ত অঞ্চলসমূয়ে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই মানসম্পন্ন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান তখনই মান সম্পন্ন হয়,যখন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,অভিভাবক এবং শিক্ষকদের মাঝে সমন্বয় সাধন হয়। এজন্যই আমাদের অভিভাবকদের সাথে আজকের মতবিনিময় সভা।






