শিবপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী রায়হান গ্রেফতার

0
184
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদীর শিবপুরের বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলার একমাত্র আমাসী আলীম পাশ রায়হান মিয়া(২২)কে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ এপ্রিল শুক্রবার সকালে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা থানার(রোড নং-৮)বাইতুল নুর মসজিদ এলাকা থেকে গ্রেফতার করে। শুক্রবার বিকাল ৪ টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য প্রকাশ করেন। গ্রেফতারকৃত রায়হান মিয়ার বাড়ী শিবপুর থানার বাহারদিয়া গ্রামে। ঘটনার পর থেকে রায়হান পুলিশের চোখকে ফাঁকি দেয়ার জন্য ঢাকার ক্কারাইল মসজিদে চলে যায়। সেখানে থেকে নরসিংদীর বাহিরের জেলার গ্রæপের সাথে ২০ দিনের চিল্লায় উত্তরা বাইতুল নুর মসজিদে চলে যায়।
কোন উকিলের পরামর্শে নিজের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দেয় এবং লোক মারফত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করতো। আটক হওয়ার পর রায়হানের প্রথম কথা ছিল ‘এর পরও ধরা খাইলাম‘।
সংবাদ সম্মেলনে তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য সাংবাদিকদের জানান, এ অভিযনাটি ছিল র‌্যাবের ধারাবাহিক অভিযানেরই একটি অংশ। নরসিংদীর অপরাধ দমনে পূর্ব থেকেই র‌্যাব-১১ তাদের অত্যন্ত পেশাধারীত্বের সাথে অপরাধীদের গ্রেফতার ও সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে। তিনি বলেন, ইতোমধ্যে র‌্যাবের অভিযানে নরসিংদী শফিক বাহিনীর চিহ্নিত ৬ সন্ত্রাসীকে গ্রেফতার ও তাদের কাছে থাকা ২ টি বিদেশি রিভলবার, ১২০ টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। নরসিংদী জেলা পুরোপুরি সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাবের ডিএডি মোতালেব সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গ্রেফতারকৃত রায়হানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় ৪ বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ীর ধারে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির আর্তচিৎকারে চতুর্দিক থেকে লোক আসতে থাকলে রায়হান পালিয়ে যায়। এ ব্যাপারে শিশুর দাদা বাদী হয়ে শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। উল্লেখ্য, শিশুটির মা নেই । বাবা প্রবাসে চাকুরী করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here