শিল্পী মিলার সাবেক স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী বৈমানিক এসএম পারভেজ সানজারির ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে রাজধানীর উত্তরায় মিলার সহকারী জন পিটার হালদার কিম তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে অভিযোগ পারভেজের। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাও নেন তিনি। তবে পুলিশ বলছে, অ্যাসিড নিক্ষেপ কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে তেমন ক্ষত বা দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। একপর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। পারভেজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন মিলা। এসব নিয়ে তাদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মিলা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন পারভেজ।
পারভেজ উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৩১ নম্বর বাড়িতে বসবাস করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় পারভেজ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ যাওয়ার পরই তার সাবেক স্ত্রী মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে মোটরসাইকেল থামানোর সংকেত দেন। তিনি মোটরসাইকেল থামানো মাত্র পিটার অ্যাসিড ছুড়ে পালিয়ে যান।
পারভেজের অভিযোগ, মিলার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বিভিন্ন সময় তাকে হুমকি দেন মিলা। তার ধারণা, এ অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মিলা জড়িত থাকতে পারেন।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, পারভেজকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। তবে অ্যাসিড নিক্ষেপে সাধারণত যে ধরনের ক্ষত বা দগ্ধ হয় তেমন চিহ্ন পারভেজের শরীরে নেই। এরপরও বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here