Daily Gazipur Online

শিল্প স্থাপনের ক্ষেত্রে আমরা জননিরাপত্তাকে অগ্রাধীকার দিয়ে থাকি…শিল্পমন্ত্রী

হাসান মামুন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন প্রাক্কালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশসহ সারা বিশ্বে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপন ও বিশ^ব্যাপী করোনা ভাইরাসে প্রভাব মোকাবেলায় আমাদের সরকার লোকসমাগম এড়িয়ে মুজিববর্ষের কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার শিল্পবান্ধব সরকার। শিল্প স্থাপনের ক্ষেত্রে আমরা জননিরাপত্তাকে অগ্রাধীকার দিয়ে থাকি। এর ধারাবাহিকতায় আজ শিল্প মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) মাধ্যমে রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। শনিবার সকালে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখানে বস্তি উচ্ছেদ করে নয়, তাদেরকে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্যই প্রায় ১০০ কোটি টাকা নির্মাণে এই রাসায়নিক গুদাম ঘর তৈরি করা হচ্ছে। গ্রামে শিল্প প্রতিষ্ঠান তৈরি করে শহর বানিয়ে দিব। শিল্প সচিব আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, বিএসইসি’র চেয়ারম্যান মো: রইছ উদ্দিন, প্রকল্প পরিচালক মো: মনিরুজ্জামান খানসহ সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।