Daily Gazipur Online

শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে …..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সম্প্রতি সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৫ বছরের শিশু তুহিন ও টাঙ্গাইলের সাত মাসের অন্তসত্তা নারী ও তার ৪ বছরের শিশু কন্যা আলিফা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৬ অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন আয়োজিত সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিশুরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আজকের শিশুকে ভবিষ্যতে নেতৃত্বদানে যোগ্য করে গড়ে তুলতে অনুকূল পরিবেশ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। কিন্তু পরিতাপের বিষয় দেশের বিভিন্ন স্থানে শিশু-নারী নির্যাতন নিত্যনৈমেত্তিক ঘটনা। এই সকল নির্যাতন বন্ধে গণসচেতনতা বাড়াতে হবে। সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই বিষয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বাড়াতে পাঠ্যপুস্তকে মানবিক বিষয়াদি আরো অধিক অন্তর্ভূক্ত করতে হবে। তিনি আরো বলেন, মানবাধিকার সংগঠনসমূহ ও সকল সামাজিক সংগঠনকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও গণসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। শিশু ও নারী নির্যাতন বিষয়ক মামলাগুলো দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সংগঠনের সভাপতি জামাল শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মোস্তফা, সঙ্গীতশিল্পী রবিন আহমেদ, গোলাম ফারুক মজনু, সাংবাদিক আজিজুল হক মিন্টু, মিরাক্কেলের রুমি, মনিরুল ইসলাম মনির, কাজী আমানুল্লাহ মাহফুজ, টিএইচ রিপন প্রমুখ।