তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাস যাকাত ও দানের মাস। আপনার যাকাত ও দানের টাকায় সুস্থ জীবন ফিরে পেতে পারে দুই বছরের শিশু সুরাইয়া।
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের হতদরিদ্র ভ্যান চালক মোঃ মহিদ সরদারের একমাত্র মেয়ে সুরাইয়া দীর্ঘ ১বছর যাবৎ কিডনী ও হার্টের সমস্যায় ভুগছে। শিশু সুরাইয়া বর্তমানে ভারতের আন্তর্জাতিক এন এইচ রবিন্দ্রনাথঠাকুর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধিন আছে। সেখানকার চিকিৎসরা জানিয়েছেন সুরাইয়ার হার্ট ছিদ্র হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সুরাইয়াকে অপারেশনের পরামর্শ দিয়েছেন। অন্যথায় তার জীবন নাশের আশংকা রয়েছে।
বর্তমানে টাকার অভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা।সুরাইয়ার চিকিৎসার জন্য ভারতীয় টাকার ২ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু হতদরিদ্র ভ্যান চালক মোঃ মহিদ সরদারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র ভ্যান চালক পিতা মোঃ মহিদ সরদার মেয়ের চিকিৎসার জন্য সমাজে দানবীর, বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের নিকট একমাত্র মেয়েকে বাঁচাতে সাহায্য কামনা করেছেন। শিশু সুরাইয়ার চিকিৎসা সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ ও বিকাশ একাউন্ট নং- ০১৭৮৪-৬২৬২৭৯।