শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: গ্রেফতার ৮ জন তিন দিনের রিমান্ডে

0
140
728×90 Banner

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় গ্রেফতার ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ মার্চ) বিকেলে তাদের বন্দর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত ৮ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় বন্দর থানায় বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন- গোপালগঞ্জ সদরের বেতগ্রাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে মাস্টার মো. রমজান আলী শেখ (৫৬), চট্টগ্রামের মিরসরাই থানার মৃত সামসুল আলমের ছেলে মাস্টার মো. নুরুল আলম (৪৩), দিনাজপুরের ঘোড়াঘাট থানার মো. রফিকুল ইসলামের ছেলে প্রকৌশলী মো. আরিফুল ইসলাম (২৯), গাজীপুরের কালীগঞ্জ থানার মো. আজিজুল ইসলামের ছেলে প্রকৌশলী মো. নাদিম হোসেন (২৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মো. মন্টু মোল্ল্যার ছেলে লস্কর মো. সুমন হোসেন (২৪), চট্টগ্রামের মিরসরাই থানার মো. একরামুল হকের ছেলে লস্কর মো. সুমন হোসেন (২২), ফেনীর ছাগলনাইয়া থানার মো. আ, রউফের ছেলে সুকানি মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মোঃ নিজাম উদ্দিনের ছেলে গ্রীজার মোঃ. রিয়াদ হোসেন (২৩)।
রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।
সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় লঞ্চের ভেতরে কোন মরাদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here