Daily Gazipur Online

‘শুধু শিক্ষিত হলেই হবেনা প্রকৃত মানুষও হতে হবে’…মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাবেয়া মেমোরিয়াল গার্লস হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রাবেয়া মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
সমাবেশে সাংসদ বলেন, সার্বজনীন শিক্ষার গুনগত মানোন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশী কাজ করছে। তাই বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভূতপূর্ব উন্নয়ন করেছে। এই সরকারের আমলে দেশের শিক্ষাখাতের যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোন দিনই হয়নি। এজন্য শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে রাবেয়া মেমোরিয়াল গার্লস হাইস্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন, সাবেক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. ইউনুছ, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, বড়িকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুতসহ বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।