Daily Gazipur Online

নরসিংদীতে শেখ কামাল এর ৭২তম জন্মাবার্ষিকী উদযাপন

 হলধর দাস,নরসিংদী থেকে।। বৃহস্পতিবার (০৫ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ভোরে  শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পুস্পস্তবক অর্পনের পর  কর্মসূচির অংশ হিসেবে ১৯৭৫ সালের  ১৫ আগস্টে নিহতদের রুহের  মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুস্ঠিত হয়। পরে সকাল ১১ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ  মারুফ  খান এর সভাপতিত্বে জুম এ্যাপের মাধ্যমে এক আলোচনা সভা  অনুষ্ঠিত  হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। প্রধান অতিথির  ভাষণে  মন্ত্রী বলেন , বঙ্গবন্ধুর ছেলে  হিসেবে নয়, একজন সাধারণ মানুষ ও সাধারণ  ছাত্র হিসেবে শেখ কামাল  ছিলেন অনন্য প্রতিভার অধিকারী।  তিনি বঙ্গবন্ধুর একজন সাধারণ কর্মী হিসেবে ছাত্র সমাজের সঙ্গে কাজ করেছেন। দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে একজন সাধারণ কর্মী হিসেবে শেখ কামালের   অনন্য অবদান রয়েছে। শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামসহ মহান  মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেছিলেন। তিনি আরো বলেন, শেখ কামালের বন্ধু ও সহপাঠী হিসেবে আমি তার সাথে  আন্দোলন সংগ্রামে সবসময় সম্পৃক্ত ছিলাম। তাকে কাছে থেকে তাঁর অবদান দেখেছি। শিল্পমন্ত্রী বলেন, আগস্ট মাস বেদনা ও শোকের মাস, প্রতিবছর আমরা এ মাসে শোক পালন করার মধ্য দিয়ে নিজেদের মানসিক শক্তিকে শাণিত করি এবং শক্তি সঞ্চয় করি। পাকিস্তানিদের পরাজয়ের গ্লানি যারা মানতে পারেনি, তারাই পাকিস্তানি সেনাদের বাঙালি দোসরদের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। সভায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী জেলা শাখা সেক্টর কমান্ডার্স ফোরাম’৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠান,  নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন দপ্তর  ও সংস্থার প্রধান, রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিক ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন, শেখ কামাল ছিলেন একজন আজন্ম স্বপ্ন যোদ্ধা । তিনি স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন দর্শন হিসেবে সব জায়গায় তা উপস্থাপনের আহ্বান জানান। #