শেখ কামাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন….. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

0
74
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ কামাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন, তিনি সকল কাজের অনুপ্রেরণাকারী ও অসাধারণ নেতৃত্বের গুণাবলির অধিকারী ছিলেন। তিনি দেশের ইতিহাসে সকল ক্রীড়া সংগঠক ও সৃজনশীল একজন মানুষ ছিলেন। মাত্র ২৬ বছর বয়সে তিনি দেশ ও জাতিকে অনেক কিছুই দিয়ে গেছেন। সর্বোচ্চ ক্ষমতার বলয়ে খুব কাছে থেকেও তিনি নির্লোভ ও নিরহংকারী ছিলেন। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। সুষ্ঠ রাজনীতি চর্চার জন্যে শেখ কামালের গুণাবলি রাজনীতি কর্মীদের অর্জন করা আবশ্যক। শেখ কামাল একজন পরিশুদ্ধ যুবক ছিলেন। বর্তমান যুবসমাজকে শেখ কামালের আদর্শে গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ৬ আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খা মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদির খান ও কুয়েত আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান। বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির মিঝির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, দৈনিক বঙ্গজননী সম্পাদক কামরুজ্জামান জিয়া, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here