
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাজীপুর মহানগর ও টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জঙ্গীবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে আজ সোমবার টঙ্গীর মধুমিতা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি টঙ্গীর মধুমিতা থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার প্রদক্ষিণ করে মধুমিতা রেলগেইট এলাকায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, টঙ্গী থানা প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার বশির, ৫৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শিবলু আহমেদ, সুমন আহমেদ মোল্লা, শরীফ উদ্দিন আকাশ, রুবেল তালুকদার, মাহমুদুল রহমান ভুবন, হুমায়ুন কবির, সিদ্দিকুর রহমান, আবুবকর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।
