শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব : মিজানুর রহমান মিজু

0
45
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠান সম্ভব বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
১৬ নভেম্বর ২০২২ বুধবার রাতে রাজধানীর একটি রেষ্টুরেন্টে কয়েকটি রাজনৈতিক দলের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন।
মিজানুর রহমান মিজু বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি—শৃঙ্খলার শত্রুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন আবার সক্রিয় হয়েছে। বর্তমান সরকারের অধীনেই দেশে সুষ্ঠ নির্বাচন আয়োজিত হবে। সেই নির্বাচনে কেউ আসুক বা না আসুক যথা সময়ে জননেত্রী শেখ হাসিনা নির্বাচন আয়োজন করবেন। সে নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা সকল দেশপ্রেমিক জনগণ সম্পৃক্ত হবেন। জাতীয় স্বাধীনতা পার্টি নিবন্ধন পেলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ ভাবে ৩০০ আসনে প্রতিদন্দ্বিতা করবে।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর মোস্তাক আহমেদ ভাসানী, নেজামে ইসলামের চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, কৃষক—শ্রমিক পার্টির চেয়ারম্যান সিরাজুল হক, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ দীপু মীর, জনতা সাংস্কৃতিক জোটের আমিনুল ইসলাম মিন্টু, নারীনেত্রী এলিজা রহমান প্রমুখ।
যৌথ সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আওয়ামী লীগের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here