শোক দিবসে আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
271
728×90 Banner

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. দুলাই শাখা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. দুলাই শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান।
মকবুল হোসেনের সভাপতিত্বে ও ডাক্তার মো. বাদশার পরিচালনায় আরও বক্তব্য রাখেন, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, সুজানগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু জাফর সর্দার, আওয়ামী লীগ নেতা আবু মুছা, দুলাই ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, হারুনুর রশিদ, শরিফুল, আব্দুল বারী প্রমূখ। সার্বিক তত্বাবধান করেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. দুলাই শাখার সহ-ব্যবস্থাপক কাজী হুমায়ন কবীর।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এসময় গণমাধ্যমকর্মী, স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here