Daily Gazipur Online

শোলাকিয়ার হামলা বিবেচনা করে চট্টগ্রামে ঈদজামাতের নিরাপত্তা: সিএমপি কমিশনার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তিন বছর আগের শোলাকিয়ার ঈদের জামাতে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামে ঈদজামাতের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান। গতকাল সোমবার নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে নগরীর প্রধান ঈদ জামাতের স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এবছর ঈদ জামাতে কোনো নিরাপত্তা হুমকি নেই মন্তব্য করে মাহবুবুর বলেন, কয়েক বছর আগে শোলাকিয়া ঈদগা মাঠে যে জঘন্য ঘটনা ঘটেছে সেটা মাথায় রেখে যে কোনো হুমকিকে গুরুত্ব দিচ্ছি। ঈদ জামাতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম ঈদগাঁ মাঠের আশপাশে প্রস্তুত থাকবে। যাতে জরুরি কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি। চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের উদ্যোগে ১৬৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদে। সকাল ৮টা ও ৯টায় দুই দফা ঈদ জামাতে লক্ষাধিক লোক অংশ নেবেন বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপকমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনর রশিদ হাজারি, উপকমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান ও নগর বিশেষ শাখার উপকমিশনার আবদুর ওয়ারিশ এ সময় সেখানে ছিলেন।