Daily Gazipur Online

শ্রমিকের নূন্যতম বেতন বিশ হাজার টাকা দাবি নারী নিরন্তর অর্গানাইজেশনের

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক)’র সভাপতিত্বে নারী নিরন্তর অর্গানাইজেশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভার আয়োজন করেন।
অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময়ের সময় বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আলোচকবৃন্দ অসন্তোষ প্রকাশ করেন ।
সভাপতির বক্তব্যে ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক) দাবি তুলে বলেন, নারী শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে হবে। জিনিসপত্রের দাম অনেক বেশি। তাই দাম দ্রুত কমাতে হবে। অনেক মিল-ফ্যাক্টরি বন্ধ থাকায় নারী শ্রমিকদের কাজ নেই। বর্তমানে বাজারে যে ভয়াবহ অবস্থা এতে পরিবারের খরচ মেটাতে শ্রমিকদের ভীষণ কষ্ট হচ্ছে। তাই শ্রমিকদের নূন্যতম বেতন বিশ হাজার টাকা নির্ধারণ করে প্রতি মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন প্রদানের দাবি জানান।
এছাড়া প্রতিটি মিল-কারখানায় নারী শ্রমিকদের জন্য ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাসমিন আহম্মদ, ভাইস-চেয়ারম্যান কবি ও সাহিত্যিক জেবুন্নেছা, দপ্তর সম্পাদক শান্তনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহেনা বেগম, নির্বাহী সদস্য জীবনী খাতুন, তাসলিমা বেগম প্রমুখ।