Daily Gazipur Online

শ্রমিকের প্রাপ্য আদায়ে টালবাহানা না করা

আসাদুল্লাহ মাসুম: শ্রমিকের অধিকার মানবাধিকারের একটি অন্যতম আলোচ্য বিষয় ইসলাম শ্রমিকের অধিকারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে। ইসলাম শ্রমিকের মজুরি নির্ধারণ, মজুরি আদায় ও শ্রমিকের সাথে ভালো আচরণ ইত্যাদি বিধান প্রবর্তন করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম শ্রমিকের অধিকারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন রাসূলুল্লাহ (সা) শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক প্রদানের নির্দেশ দিয়েছেন। শ্রমিকের ন্যায্য মজুরি পাওয়ার নিশ্চয়তা বিধান ইসলামের বিধান হল পারিশ্রমিক নির্ধারণ করার পূর্বে তার পারিশ্রমিক নির্ধারণ করবে এই পারিশ্রমিক এবং উৎপাদন বৃদ্ধিতে নির্ধারিত হবে না বরং ন্যায় সঙ্গত ভিত্তির উপর নির্ধারিত হবে তাই এতোটুকু পরিমাণ পারিশ্রমিক নির্ধারণ করা উচিত যাতে একজন শ্রমিক সম্মানের সাথে জীবনযাপন করতে পারে।রাসূল (স)বলেন, যদি তুমি কোনো শ্রমিককে পারিশ্রমিকের বিনিময়ে কাজ দিতে চাও তবে প্রথমেই তাকে পারিশ্রমিক সম্পর্কে অবহিত করা (সুনানে নাসাঈ,হাদিস নং ৪৬৫৬) যথা সময়ে পারিশ্রমিক আদায় করা একজন মালিকের উচিত যথাসময়ে শ্রমিকের পারিশ্রমিক আদায় করা রাসূল (সা) বলেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক আদায় করে (ইবনে মাজাহ হাদিস নং ২৪৪৩) শ্রমিকের প্রাপ্য আদায়ে টালবাহানা না করা ইসলামে পারিশ্রমিক আদায় করতে, বিলম্ব ও অনাদায় কে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসূল (স) বলেন, হাদীসে কুদসীতে আল্লাহ তা’আলা বলেন তিন প্রকার লোকের সাথে আমি কেয়ামত দিবসে ঝগড়া করবো তাদের মধ্যে একজন সে ব্যক্তি যে শ্রমিক থেকে পরিপূর্ণ কাজ আদায় করে কিন্তু পারিশ্রমিক দেয় না (বুখারি হাদিস নং ২২২৭) শ্রমিককে যেন পারিশ্রমিক তাগাদা করে চেয়ে নিতে না হয়। মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাসাসের ২৮ নং আয়াতে ইয়াদয়ুকা শব্দটি প্রমাণ করছে যে মালিক শ্রমিক কে ডেকে তার পাওনা আদায় করে দিবে যেন তাকে চাইতে না হয়। রাসূল (স) বলেন বিত্তবানের বিত্ত থাকা সত্ত্বেও অন্যের হক আদায় করতে বিলম্ব করা জুলুম। (বুখারী হাদিস নং ২২৮৭)
লেখক, ইমাম, কেন্দুয়াব পশ্চিমপাড়া জামে মসজিদ, কাপাসিয়া, গাজীপুর।