Daily Gazipur Online

শ্রমিক হত্যা ও লকডাউনে বিভিন্ন সবজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম ঐক্যের সভা

 

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার সকাল ১০ টায় জোটের অস্থায়ী কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।
সভার শুরুতে চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিনা উস্কানিতে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি এবং শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে নেতৃবৃন্দ বলেন, বিএনপি এ দেশে কৃষকদের বুকে গুলি করে টিকতে পারেনি। কারণ এ দেশ স্বাধীন করেছে কৃষক-শ্রমিকরা। আপনারাও শ্রমিকদের উপর গুলি করে টিকতে পারবেন না।
সভায় নেতৃবৃন্দ আলোচনা করেন, সরকার কঠোর লকডাউনের নামে আন্দোলন সংগ্রাম বন্ধ করে দিয়েছে। বাজার মনিটরিং বন্ধ করে দিয়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সবজির মূল্য প্রতি কেজিতে ৩০-৫০ টাকা বৃদ্ধি করেছে। এভাবে একটি দেশ চলতে পারে না।
নেতৃবৃন্দ আরো আলোচনা করেন, আমরা আগেই বলেছিলাম আগে সকলের খাবারের নিশ্চয়তা কর, পরে কঠোর লকডাউন দাও। সরকার এ ব্যাপারে কর্ণপাত না করায় দেখা গেছে মধ্যবিত্ত থেকে হতদরিদ্র পর্যন্ত সকলের খাবার সংকট দেখা দিয়েছে।
তাই আমরা আশা করি সরকার এসকল কাজ থেকে বিরত থাকবে, না হলে গণতান্ত্রিক বাম ঐক্য কঠোর লকডাউন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে যাবে।