Daily Gazipur Online

শ্রীপুরে চার গণউৎপাতকারী গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শ্রীপুর থানা পুলিশ চার গণউৎপাতকারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেরাইদেরচালা থেকে বেসামাল হৈ চৈ ও চিৎকার করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো: জুয়েল মিয়া (৩৮), মো: লাক মিয়া (৩২), মো: শামীম (২৭), ও মো: রফিক (২৮)। তারা প্রত্যেকেই শ্রীপুরের বেরাইদেরচালা এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতো।
তাদের ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় অভিযুক্ত করে গাজীপুর আদালতে চালান দেওয়া হয়েছে।
শ্রীপুর থানায় কর্মরত এসআই জীবন কুমার বিশ্বশর্মা, এসআই রাজিক কুমার সাহা, এএসআই লুৎফর রহমান, এএসআই মহব্বত আলী খান তাদের সঙ্গীয় ফোর্সরা গণউৎপাতকারীদের গ্রেপ্তার করে।