Daily Gazipur Online

শ্রীপুরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর নোয়াগাঁও এলাকা হতে ০১ (এক)টি বিদেশী পিস্তল, ০১ (এক)টি ম্যাগাজিন, ১৭(সতের) রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প হাতে নাতে গ্রেফতার করেছে।
আজ ২১ আগস্ট রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নোয়াগাঁও এলাকায় বিদেশী অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নোয়াগাঁও সাকিনস্থ আসামী মোঃ মোফাজ্জল হোসেন@খোকন(৩৯) এর বসত ঘরের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মোফাজ্জল হোসেন@খোকন(৩৯), পিতা-আব্দুল জলিল মোল্লা, মাতা-মফিজা খাতুন, সাং-নোয়াগাঁও, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর বসত ঘর তল্লাশী করে ০১ (এক)টি বিদেশী পিস্তল, ০১(এক)টি ম্যাগাজিন, ১৭(সতের) রাউন্ড গুলি, ০১(এক) টি রাম-দা, ০১(এক) টি সুইচ গিয়ার চাকু এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দখলে থাকা অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা হতে অস্ত্র ক্রয় করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। আসামী অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রাখিয়া ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(অ) ও ১৯(ভ) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।