Daily Gazipur Online

শ্রীপুরে সোয়েটার কারখানার সীমানা পিলার ভাংচুরের অভিযোগ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা রাতের আধাঁরে একটি সোয়েটার কারখানার চারদিকের কাঁটা তারের ভেরা ও সীমানা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মুন্নারমোড়ে ভ্যানটেজ সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার নিরাপত্তা কর্মী নাজিম উদ্দিন সরকার বাদী হয়ে বুধবার দুপুরে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, ভ্যানটেজ সোয়েটার কারখানা স্থাপন করার জন্য ২৫ বিঘা জমি ক্রয় করে ২ বছর ধরে চারদিকে কাটা তারের ভেড়া ও পিলার দিয়ে ভোগ দখলে রয়েছেন। কারখানার ভিতরে একটি টিনশেড ঘর তৈরী করা হয়েছে। কারখানার নিরাপত্তা কর্মী নাজিম উদ্দিন সরকার বলেন,মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কারখানার প্রায় শতাধিক ইটের তৈরী পিলার ভাংচুর করে। ভিতরে একটি টিনশেডের ঘরের টিন খোলে ও সাইন র্বোড ভেঙ্গে ফেলে প্রায় দু লক্ষাধিক টাকার ক্ষতি করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামীলীগের দু-গ্রæপের মধ্য আমাদের কারখানার মধ্যে বিভিন্ন অনৈতিক দাবী নিয়ে র্দীঘ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। হয়তো এদর মধ্যে থেকে আমাদের কারখানায় ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি।
শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদুল ইসলাম বলেন,পিলার ভাংচুরের ঘটনায় অভিযোগ পেয়ে একজন অফিসার কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য র্নিদেশ দিয়েছি।