Daily Gazipur Online

সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাছুমুর রশিদের ২৯তম জন্মদিন পালিত

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আহলে সুন্নাত ওয়াল জামাতের মিডিয়া প্রধান, বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর ২৯তম জন্মদিন পালিত হয়েছে। ১৯৯১ সালের ১৬ জুন তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার হলদিয়া গ্রামের দুল্লোভ কাজীর বাড়ীর এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম এ.কে.এম হারুনুর রশিদ একজন ব্যবসায়ী এবং মাতা কামরুন নাহার গৃহিণী ছিলেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। মাছুমুর রশিদ কাদেরীর জন্মদিনে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার দিনব্যাপী প্রিয়জনদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এসময় তিনি বলেন, জীবনে অনেক কিছুর অভাব হয়েছে। কিন্তু মানুষের ভালোবাসার অভাব কখনও হয়নি। তিনি সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য, মাছুমুর রশিদ কাদেরী বহু ছাত্রসংগঠন ও সমাজসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তম্মোধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একক ছাত্রসংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক সচিব, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি, জামেয়ান রাউজান ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, চট্টগ্রাম মুসলিম শিল্প ও ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব, রাউজান ছিদ্দিকে আকবর (র.) স্মৃতি সংসদের সহ-সভাপতি এবং বি এম ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ অসংখ্য সংগঠনের সাথে জড়িত রয়েছেন।