Daily Gazipur Online

সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষনে এগিয়ে আসুন—–সৈয়দ মার্গুব মোর্শেদ 

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : অসাম্প্রদায়িক সমাজ ও সাহিত্য সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আন্তঃ বাংলা মৈত্রী মঞ্চ এর প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। ২৭ জানুয়ারী শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে আন্তঃ বাংলা মৈত্রী মঞ্চ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও সংগঠনের স্থায়ী পরিষদ চেয়ারম্যান আচার্য মু. নজরুল ইসলাম তামিজী। এ সময় উপস্থিত ছিলেন প্লাানচেট লেখক কবি কাপ্তান নূর, রোটারিয়ান মোঃ কামাল উদ্দীন, অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কবি অশোক ধর, সংগঠানের নির্বাহী কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক ড. মুসলিমা জাহান, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন প্রমুখ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন ধর্ম নিরপেক্ষ রাজনীতি ও বিশ্ব মানবতাবোধে চেতনা থেকে আলোচ্য সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ব বাঙালির ঐক্য প্রতিষ্ঠায় এ সংগঠন ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আচার্য তামিজী স্যার লিখিত বক্তব্যে বলেন
বাংলাদেশে ভারতের কয়েকটি রাজ্য এবং সিয়েরালিয়নের দাপ্তরিক ভাষা বাংলা। এ সংগঠন বিশ্ব বাঙালির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।