
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সখিপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত আহবায়ক আসাদুজ্জামান খোকন বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ওয়াসিমুজ্জামান বেপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, যুবলীগের আহবায়ক খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহ সেকেন্দার, সাইদ খোকন, জালাল মালত প্রমূখ। এর আগে নেতৃবৃন্দ পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র রতœগর্ভা মা মরহুম বেগম আশ্রাফুন্নেছা’র কবর জিয়ারত করেন। পরিচিতি সভা শেষে সখিপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান সরদারের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
