সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আরো গতিশীল করতে হবে:উপাচার্য শারফুদ্দিন আহমেদ

0
118
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, নিজ নিজ কর্মস্থলে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ে সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমানে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করতে হবে। আজ মঙ্গলবার সকালে ৮ জুন ২০২১ইং তারিখে ডা. মিল্টন হলে চিকিৎসক ও কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় রিসার্চ এডমিনিস্ট্রেশন এন্ড প্রমোশন সেল এবং আইসিডিডিআরবি এর রিসার্চ সেলের সাথে গবেষণা সংক্রান্ত অনুষ্ঠিত সভায় দেশী-বিদেশী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গবেষেণা কার্যক্রম জোরদার করার তাগিদ দেন। চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা কার্যক্রম সমানভাবে এগিয়ে নেওয়ার আহবান জানান। গবেষণার মান উন্নয়ন, নতুন নতুন গবেষণা কার্যক্রম সম্পন্ন করা এবং গবেষণালব্ধ বিষয় জার্নালে প্রকাশ ইত্যাদির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং এ উন্নতিকরণেরও আহবান জানান। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পিএইচডি ডিগ্রী চালুর বিষয়ে বর্তমান প্রশাসনে উদ্যোগ নেওয়া কথা উল্লেখ করেন। এসকল অনুষ্ঠানে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ সম্মানিত ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন অফিসের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিলেন ১৮৫ জন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার ৮ জুন ২০২১ইং তারিখে চলমান লকডাউনের মাঝেও মোট ১৮৫ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ মঙ্গলবার ৮ জুন ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৫ হাজার ১ শত ৬৬ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ মঙ্গলবার ৮ জুন ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৪৮ হাজার ৫ শত ৮৩ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ মঙ্গলবার ৮ জুন ২০২১ইং পর্যন্ত ৯৯ হাজার ২ শত ৬৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ মঙ্গলবার ৮ জুন সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ১ শত ৩৩ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৫২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২ শত ৭২ জন। বর্তমানে ভর্তি আছেন ৮৮ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার। সার্বিক তত্ত্বাবধানে মিডিয়া সেল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here