সত্যিকার বন্ধুর মতোই পাশে দাঁড়িয়েছে পুলিশ

0
367
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা ভাইরাসের এই মহামারীতে সম্পূর্ণ এক ভিন্ন রূপে হাজির হয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন তারা। আর এ কাজে নেমে রীতিমতো অসহায় মানুষের ত্রাতারূপে আবিভর্‚ত হয়েছেন পুলিশ সদস্যরা। যে কোনো সমস্যায় এখন সবার আগে কাছে পাওয়া যাচ্ছে পুলিশকেই। কে খাদ্য সংকটে রয়েছেন খোঁজ নিয়ে খাবার নিয়ে হাজির হওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, টাকা দিয়েও অ্যাম্বুলেন্স না পেয়ে ঘরে ধুঁকতে থাকা অসুস্থদের হাসপাতালে পৌঁছানো, করোনা সন্দেহে যখন প্রতিবেশীরাও কাছে ভিড়ছে না সেই মৃতদের পরম মমতায় দাফন, রাস্তায় রাস্তায় ভাসমান মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া-কী না করছেন পুলিশ সদস্যরা!
করোনা সংক্রমণের আতঙ্কে মানুষ যখন একে অন্যের বিপদেও কাছে যাচ্ছে না, চিকিৎসকদের বাড়ি থেকে বের করে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটছে সেই সময় এমন মানবিক তৎপরতা পুলিশ বাহিনীকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। নানা সময় সমালোচনার মুখে পড়া এই বাহিনী এখন ভাসছে প্রশংসায়। পরিণত হয়েছে মানুষের সত্যিকার বন্ধুতে।
করোনার মতো ভয়াবহ ছোঁয়াচে ভাইরাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে গিয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন এ পুলিশ সদস্যরাই। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অন্তত ২০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মাস্ক ও গ্লাভস নেই। করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটের সদস্যের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে মাঠে দায়িত্ব পালন, আসামি গ্রেপ্তার এবং কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়ি পরিদর্শনে মাস্ক ও গøাভস ব্যবহার করতে বলা হয়েছে। দায়িত্ব পালনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা আমাদের সময়কে বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মাঠে রয়েছেন। দুই লক্ষাধিক সদস্যের এ বিশাল বাহিনীর সদস্যরা মাঠে থেকে সাধারণ মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখার কাজ করে চলেছেন। ঝুঁকি থাকলেও পুলিশ সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে কাজ করতে হচ্ছে পুলিশকে। যারা মাঠে কাজ করছেন, তাদের সাধারণ মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে। ফলে নিজেদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ছে। মাঠে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরকারিভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে তাদের ঝুঁকি অনেক বেশি। যদিও ব্যক্তিগত উদ্যোগে অনেকে পিপিই সংগ্রহ করেছেন, তবে সেটাও খুব কার্যকর নয়। অনেকেই নিজেদের রেইনকোটকেই পিপিইর বিকল্প হিসেবে ব্যবহার করছেন। মাঠে কাজ করে ব্যরাকে ফিরে অবসর, বিশ্রাম এবং ঘুমের সময়ও থাকতে হচ্ছে ঝুঁকিতে। কারণ ব্যারাকে অনেক পুলিশ সদস্য একসঙ্গে থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব।
তবে পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ। তিনি আমাদের সময়কে বলেন, পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার পরই পুলিশ সদস্যদের মাঠে দায়িত্ব পালন করতে পাঠানো হয়। আমাদের যথেষ্ট পরিমাণে সুরক্ষা সামগ্রী রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ে আমরা যারা দায়িত্ব পালন করছি তারা চরম ঝুঁকির মধ্যে আছি। প্রতিটি থানায় মাত্র পাঁচটি করে পিপিই দেওয়া হয়েছে। পর্যাপ্ত মাস্ক ও গøাভস নেই। এসব সরঞ্জামের সরবরাহ এখনই বাড়ানো উচিত। পুলিশের অনেক সদস্যকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর ব্যারাকে থাকতে হচ্ছে। এতে একদিকে তারা নিজেরা যেমন ঝুঁকির মধ্যে পড়ছেন তেমনি অন্যদেরও ঝুঁকি বাড়ছে। ব্যারাক থেকে পুলিশ সদস্যদের সংখ্যা কমিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করাও এখন জরুরি হয়ে পড়েছে।
যেসব দায়িত্ব পালন করতে হচ্ছে
পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল্লাহ হেল কাফী বলেন, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার মূল কাজ করছে পুলিশ। এ ছাড়া রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাওয়া-আসা নিয়ন্ত্রণ নিশ্চিতে কাজ করছি আমরা।
মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনায় মৃতদের দাফনের ব্যবস্থায়ও পুলিশকে থাকতে হয়। আক্রান্ত হওয়া এলাকা লকডাউন করা হলে সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয় পুলিশকে। ফলে পুলিশকে অনেক ঝুঁকিতে থাকতে হচ্ছে।
খাবার দিচ্ছে পুলিশ
করোনা সংক্রমণের মধ্যে রাজধানীতে ঘরে বন্দি প্রায় ছয় হাজার নিম্ন আয়ের মানুষকে প্রতিদিন একবেলা করে খাবার দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ খাবারের জন্য কাউকে কোথাও লাইন দিতে হয় না। পুলিশের গাড়িই বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিয়ে আসে। এসব খাবার রান্না করা হয় রাজারবাগ পুলিশ লাইন্স ও দাঙ্গা দমন বিভাগের হেঁসেলে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার প্রস্তুত করে পুলিশের গাড়িতে করে থানায় থানায় পৌঁছে দেওয়া হয়। এর পর থানা পুলিশ বিভিন্ন বস্তি ও বসতবাড়িতে গিয়ে সেই খাবার পৌঁছে দেয়। শুধু ডিএমপি নয়, দেশের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা নিজ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। চট্টগ্রাম মহানগরে পুলিশ সদস্যরা ঘরবন্দি মানুষের বাজারও করে দিচ্ছেন।
আক্রান্ত হচ্ছেন সদস্যরা
দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন এএসআই ও আটজন কনস্টেবল। এতে থানার ওসিসহ ৬০ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থানার দুই এসআই আক্রান্ত হওয়ার পর থানার দুই পরিদর্শকসহ ৬৯ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ডিএমপির এক কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর ২২ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
গুলশান উপকমিশনারের কার্যালয়ে একজন সাধারণ কর্মচারী আক্রান্ত হওয়ার পর উপকমিশনারসহ ছয় কর্মকর্তা কোয়ারেন্টিনে গেছেন। রাজারবাগ পুলিশ ব্যারাকে একজন সদস্য আক্রান্ত হওয়ার পর তার পাশে থাকা আটজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। ঢাকায় দাঙ্গা দমন বিভাগে (পিওএম) একজন আক্রান্তের পর একই ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স ব্যারাকে একজন আক্রান্ত হওয়ার পর ব্যারাকে থাকা ২০০ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের এক সহকারী কমিশনারসহ দুজন আক্রান্ত হওয়ার পর ১৫ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে জাতির যে কোনো দুর্যোগ ও ক্রান্তিকালে পুলিশ জনগণের পাশে থেকেই কাজ করেছে। পুলিশ তো আর ভয়ে ঘরে বসে থাকে না। পুলিশ মানুষকে নিরাপত্তা দেয়। এটি পুলিশের কাজ এবং সংস্কৃতি। এই পুলিশ যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে অন্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে। এ জন্য সবার আগে পুলিশের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। করোনার এই ক্রান্তিকালে যারা মাঠে কাজ করছেন তাদের জন্য নিরাপত্তা সরঞ্জাম বিশেষ করে পিপিই, মাস্ক এবং গ্লাভসের পর্যাপ্ত ব্যবস্থা করা উচিত। এটি নিশ্চিত করা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানদের দায়িত্ব। এটি করা না গেলে পরিস্থিতি খারাপ হবে। আমি আশা করব তারা মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরাপত্তা আগে নিশ্চিত করবেন। বর্তমান আইজিপি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলেই আমি মনে করি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here