সন্ত্রাস-মাদক ব্যবসায়ীদের কোন দল নেই……. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

0
159
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাজীপুর ২ আসন থেকে বার বার নির্বাচিত সাংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। সন্ত্রাস-মাদক ব্যবসায়ীদের কোন দল নেই, তাদের কোন ধর্ম নেই। সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। সামাজিকভাবে বয়কট করতে হবে। বর্তমানে কিশোরগ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স চরমভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরের গাছা থানার ৩৪ নং ওয়ার্ডের আই.এস.টি ভবন চত্বরে আয়োজিত মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকত উল্লাহ খান, সিঃ সহকারী পুলিশ কমিশনার গাছা জোনের মোঃ আহসানুল হক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মোঃ ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে গাছা থানার বিভিন্ন এলাকায় সর্বসাধারণের অপরাধ প্রতিরোধে ক্লোজ সার্কিট ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়।।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here