Daily Gazipur Online

সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ ধন্য——ড. এ. কে. আব্দুল মোমেন এমপি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির উদ্যোগে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নবম সভাপতি ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, যুগ্ম মহাসচিব আলহাজ্ব শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা কে, এম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর কেন্দ্রীয় সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, ঢাকা মহানগরের সভাপতি নুরুজ্জামান ভূট্টু।
প্রধান অতিথি ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন আওয়ামী লীগ অগুছানো অবস্থায় ছিল। তিনি দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। বর্তমানে শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক, শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ আজ ধন্য। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদকে রাজাকারের তালিকা তৈরী করতে সম্পৃক্ত থাকলে সঠিক তালিকা তৈরী করতে সহায়ক হবে। এই জন্য মুক্তিযোদ্ধা সংসদকে এই কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা শেখ হাসিনার সাথে আছে থাকবেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।