সফল সংগঠক হিসেবে আধুনিক বাংলা পুরস্কার পেলেন আরজেএফ চেযারম্যান এস এম জহিরুল ইসলাম

0
349
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : একজন সফল ও সেরা সংগঠক হিসেবে আধুনিক বাংলা পুরস্কার ২০২০ এ ভুষিত হলেন রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। গত ৫ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফা্েরন্স হলে আধুনিক বাংলা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অণুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশবার্তা সম্পাদক কাজী জাহিদ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধুনিক বাংলার চেয়ারম্যান উর্মি রহমান। প্রকাশ থাকে যে আধুনিক বাংলা পুরষ্কার প্রাপ্ত আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান গ্রামে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণা পত্রিকার চীফ রিপোর্টার। এছাড়াও তিনি জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল টি-ওয়ান এর হেড অফ নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ বার বছর যাবত তিনি গ্রামীন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এস এম জহিরুল ইসলাম একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন টেলিভিশনের সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশগ্রহন করে থাকেন এবং নিজেও টকশোর সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সিনিয়র সদস্য, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সদস্য। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন এস এম জহিরুল ইসলাম। তিনি মুলাদী উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক, আলোকিত মুলাদীর সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ মুলাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (ঢামুসাস) এর নির্বাহী সদস্য, বরিশাল বিভাগ সামাজিক সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক। ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব। আধুনিক বাংলা পুরষ্কার পাওয়ায় এসএম জহিরুল ইসলামকে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here