Daily Gazipur Online

সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ শহীদ বুদ্ধি জীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 

অলিদুর রহমান অলি: টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবী দিবস উপলক্ষে আলোচনা সভা দেয়ালিকা উদ্বোধন ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমির হাসান উদ্দিন সরকার অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালের পরিচালনায় শহীদ বুদ্ধি জীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন সরকার, একাডেমির সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, গভর্নিং বডির সদস্য মনসুরুল ইসলাম মিলন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন আখন্দ, শিফটিং সহকারি মিসেস ইয়াসমিন নাহার, শেখ জহির উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল মোতালিব, সিনিয়র শিক্ষক জিএম ফারুক, অভিভাবক সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, প্রভাষক জান্নাতুল আকরাম, সিনিয়র শিক্ষক সুলতান উদ্দিন মোল্লা, শিক্ষক ইমরান হোসাইন প্রমুখ। এসময় বক্তৃতা বলেন শহীদ বু্দ্ধিজীবীর রক্তে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নে সমৃদ্ধ হোক বাংলাদেশ। প্রধান অতিথি আরো বলেন আমি যত দিন এ প্রতিষ্ঠানে আছি সকলের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে আলোচনা সভা শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবী দের স্মরণে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।