Daily Gazipur Online

সবুজ আন্দোলন জয়পুরহাট সদর উপজেলা কমিটি গঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ রবিবার সকাল ১০:৩০ টায় সবুজ আন্দোলন জয়পুরহাট জেলার সদর থানার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। জেলার বৈরাগী মোড় অনুভব টেলিকম এন্ড কম্পিউটার জোনে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়।সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সবুজ আন্দোলন জয়পুরহাট জেলার সদর থানার আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন এ্যাড. আলমগীর কবির ও সদস্য সচিব মোঃ আবু তাহের শেখ। উনিশ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সাংগঠানিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ।আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন সবুজ আন্দোলন, জয়পুরহাট জেলা শাখার সদস্য মোঃ ওমর আলী বাবু, মাশরেকুল আলম ও সবুজ আন্দোলন কালাই উপজেলার সদস্য সচিব তাহরিম আল-হাসান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, সবুজ আন্দোলন একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। আমরা সবুজ দেশ গড়া, বৃক্ষরোপন কর্মসূচী, পরিবেশ দূষণ, জলোস্বাস মোকাবেলায় সমগ্র বাংলাদেশে কাজ করে যাছে। এ আন্দোলন ১৮ কোটি জনগণের আন্দোলন, এ আন্দোলন বেঁচে থাকার আন্দোলন। তাই সবুজ আন্দোলনের মধ্যেদিয়ে আমাদের বাঁচার জন্য লড়াই করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সবুজ আন্দোলন যে কাজ করে যাচ্ছে, সেই সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে জয়পুরহাট জেলার মধ্যেদিয়ে শুরু হবে বলে আশা রাখিতিনি জয়পুরহাট জেলা সদর থানার আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্যদের জলবায়ু সংকট ও তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে নিরলস কাজ করে যাবার আহ্বান জানান।