সবুজ আন্দোলন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কমিটি গঠন

0
40
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের উত্তরাঞ্চলের অন্যতম সমস্যা খরা ও বন্যা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরাঞ্চলের জনগণ। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে সবুজ আন্দোলন জেলা ও উপজেলা কমিটি গঠন করছে। গত ২৫ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা সমন্বয়কারী মোস্তফা কামাল রুমনের সুপারিশক্রমে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।
৪৭ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও বুলবুল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন মহিউদ্দুজ্জামান রতন, শাহারুল ইসলাম, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন, নূরনবী লিটন পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মেনহাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, রুবেল হোসেন, অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান, সহ অর্থ সম্পাদক সাকিব হাসান, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ দপ্তর সম্পাদক সিয়াম আহমেদ, প্রচার সম্পাদক আবু রায়হান, সহ প্রচার সম্পাদক কায়সার আহমেদ, আইন সম্পাদক, এম এইচ সুমন, সহ আইন সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোমিন শিমুল, সহ সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর আলম, সহধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান চঞ্চল, মোহাম্মদ রিয়াদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ সবুজ, সহ পরিবেশ সম্পাদক মোঃ লিখন বাবু, মোহাম্মদ আহসান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রোকনুজ্জামান আল আমিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ। নির্বাহী সদস্য মোঃ রাশেদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফিরোজ কবির, আহসান হাবীব, জুয়েল রানা, আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন, সাজ্জাদ হোসেন, ফরিদুল ইসলাম, মোঃ তারেকুজ্জামান, নুরুজ্জামান, সৌরভ আহমেদ, তামজিদ হোসেন, জহুরুল ইসলাম।
এ বিষয়ে জেলা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল রুমন বলেন, দিনাজপুরের অন্যতম প্রধান সমস্যা অবৈধ ইট ভাটা, বালু উত্তোলন, নদী দখল, বিদেশি প্রজাতির গাছের দৌরাত্ব, বিশুদ্ধ পানির সংকট, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক সার ব্যবহারসহ যে সকল সমস্যা রয়েছে তা সম্পর্কে জনসচেতনতা তৈরি সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে দিনাজপুর জেলাসহ নবাবগঞ্জ থানা সকল সদস্যবৃন্দ। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সামাজিক ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এ বিষয়ে জেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here