
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে ‘কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম’ নামে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরশহরের নতুন বাজারস্থ অস্থায়ী কার্যলয়ে এ কমিটি গঠণ করা হয়। এতে মাই টিভি’র কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলকে সভাপতি ও সিএনএন বাংলা টিভি’র কলাপাড়া প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপুকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, মো.মনিরুল ইসলাম (গাজি টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৌমিত্র হাওলাদার সুমন (নতুন সময় টিভি), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস), কার্যকরী সদস্য উত্তম কুমার হাওলাদার (মুভি বাংলা টিভি)।
