Daily Gazipur Online

সমবায় ব্যাংকের কার্যক্রম অবহিত করন সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলামঃ সমবায় ব্যাংকের কার্য পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষে গত ৩ আগস্ট ব্যাংকেের প্রশিক্ষণ মিলনায়তনে সমবায় ব্যাংকের কার্য ক্রম অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড, হারুন অর রশিদ বিশ্বাস।
সমবায় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসানুল কবির, যুগ্ন নিবন্ধক মোঃ রিয়াজুল কবির জেবুন নাহার, উপ- নিবন্ধক( ব্যাংক বীমা) মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী মোমিনুল হক তালুকদার।
অবহিত করন সভায় আরও উপস্থিত ছিলেন, উপ- মহাব্যবস্থাপক( প্রশাসন ও সম্পদ) নার্গিস আকতার, উপ- মহাব্যবস্থাপক( হিসাব) বানী প্রভা দেবী, উপ- মহাব্যবস্থাপক( পরিদর্শক ও আইন) আহসানুল গনি উপ- মহাব্যবস্থাপক( প্রকল্প বাস্তবায়ন ও পারসোনাল) কামাল উদ্দিন।
সমবায় ব্যাংকের কার্যক্রম অবহিত করন সভায় প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড, হারুন অর রশিদ বিশ্বাস বলেন, সমবায় ব্যাংকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় প্রয়োজনে সমবায় আইন সংশোধন করা হবে। তিনি আরও বলেন, সমবায় ব্যাংকের শাখা বৃদ্ধি করে কর্মসংস্থান বাড়াতে হবে। দক্ষ জনবল বাড়াতে দেশ ও বিদেশে প্রশিক্ষণের ব্যাবস্থা করতে হবে।