Daily Gazipur Online

সময়ের নান্দনিক রূপ ( পর্ব -১)

এডভোকেট আবদুস ছালাম মিয়া:
দৈন্য জীবনের মূখাপেক্ষী কেই-বা হতে চায়? জীবনের প্রবাহ কী অর্থহীন? অবশ্যই নেতিমান উত্তরের অপেক্ষা রাখে না। গতিহীন জীবন বেমানান। কিন্তু আমরা সময়ের হাতে বন্দি। যদি জীবনকে সুখময় চিন্তার অল্প পরিসর ব্যবস্থায় ব্যর্থ হই, তাহলে জীবন অর্থহীন। জীবনের অর্থবহ ব্যবস্থার অন্যতম সুযোগ “লকডাউন”। যদি আইসোলেসন দ্বারা সুস্থতায় অকুন্ঠ নিমগ্ন হওয়া যায় তা হলে তো কথাই নেই।
করোনার সুবাদে বেশ কিছু নতুন শব্দ-ঝংকার বাংলা ভাষার প্রাণে স্পন্দন জাগিয়েছে। শব্দগুলো এখন সাধারণে খুব ঘুনিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছে। ওই শব্দগুলো বাংলা ভাষায় অনুপ্রবেশ করলেও এতোদিন শুধু ধ্রুপদী লোকালয়ে ব্যবহার করা হতো। করোনা এসে শব্দদয়কে বাঙ্গালীর অন্দরমহলে ঢুকিয়ে দিয়েছে। এখন এককথায় প্রকশের মতো অবস্থা সৃষ্টি হয়ে পড়েছে। শাব্দিক দ্যোতনায় এ সবের মূল্য বেশি না হলেও বাস্তব ব্যবহারকারির নিকট শব্দগুলোর ব্যবহার সুখময় হচ্ছে না। বরং লকডাউন বা আইসোলেসন শুনলে বুকের ভেতর ধুক করে ওঠে। অন্যদের বেলায় কেমন তা আমি খুব বেশি না জানলেও নিজের উপলব্ধির অনুযোগে এমন ধারণার উদ্ভব। ধারণা একবিন্দুতে স্থির থাকাই জীবনের গতিহীনতা। ধারণাকে শানাতে হলে অখন্ড সময়ের প্রয়োজন। করোনা সে প্রয়োজন মেটাতে সারা বিশ্বের মানব কুলকে সুযোগ করে দিতে মহাসারোহে এগিয়ে এসেছে। কর্মে চলমান ভোগবাদী সমাজের মানুষগুলো এতোটাই বিভোর যে সে পরিবার তো দূরে থাক নিজের জন্যই সময় খুজে পাচ্ছিলো না। সারা বিশ্বেই করোনা ঘর বেঁধেছে। রাস্তাঘাট, বাজার, বন্দর, বাতাস সবাইকে থামিয়ে দিয়েছে। জীবনাচারণের গতি কমলেও বহুগুণ বেড়ে গেছে মানুষের মস্তিষ্কের গতি। যেখানে ক্রিয়া করে স্বয়ং একক সত্ত্বা, মহান আল্লাহ্। এখানেই করোনার ট্র্যাজেডি। পূর্বকালের আদিম অহংকারে এখানেই করোনার চরম অক্ষমতা।
হৃদয়জুড়ে মানুষের ব্যক্তিসত্ত্বা এতোদিন সামন্য ফুসরৎ পায়নি। অদম্য মানুষ সবকিছু আয়ত্বের গন্ডিতে বেঁধে ফেলেছে। আদম সন্তান কিছুটা অকৃষ্ট হয়ে পড়েছিলো গতির উন্মত্ততায়। গতি শুধু গতিই বাড়ায়। সীমাতিরিক্ত গতি দুর্ঘটনা ঘটায়। বিকল শক্তিশালী মনোজ্ঞান অধিকারি মানুষ গুলো ভাবের রসাস্বাদনে বিস্মৃত হয়ে পড়েছিলো। মহাশক্তিধর অবিচ্ছিন্ন ভাবরসের পূর্ণ পাত্র ভরে রেখেছেন। বিস্মৃতির অতলে ওই পাত্রখানিকে মানুষ বিস্মৃতির অতলে পরিত্যাগে উদ্ধত। প্রতিক্ষিত ভাবরস প্রতিক্ষায় অস্থির। কিংকর্তব্যবিমূঢ় মানবকুল ওই পাত্রখানিকে শুন্যতার ভান্ডার ভেবেছিলো। ভুলটা ওখানেই। ভুলের খতিয়ান হতে সামান্য অনাদায়ী দায় আদায়ে করোনা হিসেবের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে মানবজাতিকে। এতে দুপক্ষেরই সম্বিৎ ফিরে পাবার সুযোগ হয়েছে। করোনা আপোষের হাত বাড়িয়ে দিয়েছে। মনুষ ঘরবন্দী হয়ে পড়েছে।
আপোষ-নিষ্পত্তির উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে করোনাকে পরাস্ত করার উপায় অবলম্বনের সহায় হয়েছে। অবতরণা আর বেশি দূর নয়। করোনার কুপরিকল্পণায় আমি হারিনি, মানুষ হারেনি। কেউ হারবেও না। অজস্র সময়ের স্রোতে আমি ঝঁপ দিয়েছি। আমার এ অখন্ড সময়কে খুব যত্নে কাজে লাগিয়েছি। ধর্মচর্চা, স্রষ্টার সাজানো সৃষ্টিতে গভীর দৃষ্টি দেয়ার নির্মল মুহুর্তগুলো এমনভাবে আগে কখনো আসেনি। বাল্য-কৌশোর স্মৃতিতে ধূলোর স্তর আপনা হতে বিদূরিত হয়ে গেছে। অধিকন্তু মনোজগতে ভেসে বেড়াচ্ছে স্মৃতির গ্রস্থিমালা। অনুভব করছি মায়ের অকৃত্রিম আদর-স্নেহ, শৈশবের দুরন্তপনা, কৈশোরের ডানপিঠে/মি, যৌবনের মধুরতা আরো কতো কি? কখনো কল্পডানায় ওড়ে যাচ্ছি সাদামেঘের রৌদ্রকর নীল আকাশের ভেতর, কখনো সবুজ আচ্ছাদিত পাহাড়ের ওপর, কখনো সাগরের নির্মল-ঢেউয়ে দোলা খাচ্ছি, শৈশবে যেমন দোল খেয়েছিলাম মায়ের দু’হাতের বাহুবন্ধনে। ঢেকের ঢালে সবুজ খাসের চত্বরে চৈত্রের খরতাপে হিজলগাছের সবুজ ছায়ার নিচে বসে থাকার অভিঞ্জতা নতুন সাজে মন রাঙ্গিয়ে যাচ্ছে বার বার। মনের পর্দায় ভেসে ওঠে বৈশাখি কাঁচা আমের আস্বাদন। লুঙ্গিকে থলে বানিয়ে কাঁচা আম, গাছের গোড়ায় পিটিয়ে টুকরো টুকরো করার মধুময় স্মৃতি নিয়ে যায় উড়ন্ত হৃদয়ের দ্রুত যানে। সবচে ভালো লালচে-হলুদ আনারসটি শিকারে ছিলাম পটু। ওই আনারস লুঙ্গির থলেতে পুরে কতো পিটিয়েছি গাছের গোড়ায়। ভিন্ন ভিন্ন ওই আনারসের স্বাদ গিলতে গিয়ে চিবিয়ে মুখ রক্তাক্ত হয়েছে, কিন্তু অপূর্ব স্বাদ পেতাম। রাখাল হয়ে গরু চড়ানো, মাঠে সবুজ ফসলের খেত সবই পায়ের নিচে অনুগত দাসের মতো একে একে হাজির হচ্ছে সরব হয়ে। ( চলবে )

লেখক: আবদুস ছালাম মিয়া
এডভোকেট গাজীপুর জজকোর্ট ও প্রাক্তন প্রধান শিক্ষক
টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,গাজীপুর মহানগর।