সরকারি মাটি কাটায় এক ব্যক্তিকে কারাদন্ড

0
30
728×90 Banner

বিজয়নগর থেকে এস এম কামরুল হাসান শান্ত : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ রেলওয়ের জায়গায় মাটি কাটার অপরাধে ইছামুদ্দিন নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ ৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে আখাউড়া সিলেট রেলওয়ের পাশের মাটি কাটার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাসের কারাদন্ড প্রদান করে।
কারাদন্ড প্রাপ্ত ইছামুদ্দিন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল হাই মুন্সির ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) দ্বারায় সরকারি সম্পত্তি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here