Daily Gazipur Online

সরকার শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে—জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সারাদেশের ন্যায় আজ বুধবার গাজীপুরের টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল প্রধান অতিথির বক্তব্য বলেন, সরকার টানা ১১ বছর শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় চার কোটিরও বেশি শিক্ষার্থী ৩৬ কোটি বই পাচ্ছে বিনামূল্যে। এখন প্রাথমিকে ভর্তির হার প্রায় শতভাগ, ঝরে পড়া কমে গেছে। প্রাথমিকের এক কোটি ৩০ লাখ শিশু উপবৃত্তি পাচ্ছে। একযোগে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে।


বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুস সালাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক। উক্ত উৎসব অনুষ্ঠানে প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে মো. হেলাল উদ্দিন মোল্লা (প্রভাতী) ও মো. আব্দুস সাত্তার (দিবা) এবং গোলাম মোঃ আরিফ, মোঃ আবুল হাশেম খান, মোঃ মোতাহার হোসেন খান, মোঃ নুরুজ্জামান, নিলুফা ইয়াসমিন মনিরা, মোঃ নাজমুল হক, এ কে এম শাহ আলম, সাবিনা মল্লিক, মোঃ শেখ মোজাম্মেল হক, এস.এম মুরাদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ আমান উল্লাহ্, এ.এস.এম মামুনুর রশিদ, মেঃ আতাউল গণি, মোঃ জাহাঙ্গীর আলম খান, মোঃ লোকমান হাওলাদার, সেলিনা আক্তার, মোঃ ইউসুফ আলী, ইশরাত জাহান, সামসুল আরেফিন, জাকিয়া সুলতানা, মাহ্ফুজুল হক, মায়মুনা আক্তার, কণিকা আক্তার, জিয়াসমিন আরা, ফারহানা জাহান, মনোয়ারা বেগম, ফাহিমা আক্তার, মেরিনা রহমান, ফাহমিদা বিনতে হালিম, নাছরিন আক্তার, রিপা আক্তার, নাজমুন্নাহার সাথী, রেশমা ইসলাম, সেলিম মিয়া উপস্থিত ছিলেন।


শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
এর আগে শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার সময় আরো বলেন, সাক্ষরতার হার ১১ বছরে বেড়ে হয়েছে ৭৫ শতাংশ। শিক্ষা অবকাঠামোতেও বিপ্লব সাধিত হয়েছে। এখন আগের মতো ভাঙা স্কুল-কলেজ খুঁজে পাওয়া দুষ্কর। দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান ভবন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন করা হয়েছে। কারিগরি শিক্ষাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে অনুসরণ করছে।শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বেলায়েত হোসেন মাষ্টার,হোসনে আরা মাহামুদ,হোসনে আরা বেগম, মমতাজ বেগম, শাহনাজ পারভীন, জহিরুল ইসলাম,রোজিনা, নাহিদ জিদনী,ইয়াসমিন আক্তার,নিগার সুলতানা,শাহানাজ শারমিন প্রমুখ।