সহ-সম্পাদকদের সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
404
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের তিন দিনব্যাপী সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ সময় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন ও কোষাধ্যক্ষ কাউছার খোকন উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ৩৫ জন সদস্যের হাতে সনদ তুলে দেন অতিথিরা। কর্মশালা সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।


প্রশিক্ষক হিসেবে ছিলেন আনন্দভুবনের সম্পাদক ইকবাল খোরশেদ, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, প্রতিদিনের সংবাদের নির্বাহী সম্পাদক খালেদ ফারুকী, পিআইবির পরিচালক (প্রশাসন, অধ্যায়ন ও প্রশিক্ষণ) মো. ইলিয়াস ভূইয়া, যুগ্ম সচিব নজরুল ইসলাম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here