সাংবাদিকদের তথ্য সংগ্রহে হেনস্তা করার অধিকার কারো নেই

0
109
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিভিন্ন সংগঠন।জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এক বিববৃতিতে উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন,পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের সাথে হওয়া ঘটনাটি স্বাধীন দেশে প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগনের মধ্যকার মালিক-কর্মচারীর পার্থক্য,গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত স্বাধীন পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
আর্টিকেল নাইনটিন
পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে, ২০২১) প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী স্বাস্থ্য মন্ত্রাণালয়ে আটকে রেখে তাঁর উপর যে নির্যাতন ও হেনস্তা করা হয় তা দেশের সকল সাংবাদিকের জন্য হুমকি। আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ফারুখ ফয়সল বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে। সারাদিন শেষে প্রায় মাঝ রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরকেও উদ্দেশ‌্যমূলক বলে মনে করার যথেষ্ঠ কারন রয়েছে”।
এই নিন্দনীয় ঘটনাটি সাংবাদিকতা পেশার ওপর বিরাট হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান আর্টিকেল নাইনটিন। সেই সাথে রোজিনা ইসলামের দ্রুত মুক্তি ও এঘটনায় জড়িত স্বাস্থ‌্য মন্ত্রণলায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিও জানায় আর্টিকেল নাইনটিন।
আর্টিকেল নাইনটিন মনে করে রোজিনা ইসলামেকে পাঁচ ঘন্টা স্বাস্থ্য মন্ত্রাণালয়ে আটকে রেখে তাঁর উপর যে নির্যাতন ও হেনস্তার এই ঘটনার মাধ্যমে দেশে যে স্বাধীন সংবাদিকতা নেই এবং মত ও তথ্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক সহ সকল মিডিয়াকর্মী সকল সময় কী ধরনের নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্য থেকে দায়িত্ব পালন করছে তা স্পষ্ট হয়েছে। মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর ধারাবাহিকভাবে রাষ্ট্রের এই ধরণের আক্রোশের ঘটনায় আর্টিকেল নাইনটিন উদ্বিগ্ন ও বিস্মিত।
ফারুখ ফয়সল বলেন, “করোনা মহামারিকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের অনিয়ম, অব্যবস্থাপনা ও দূর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের কারনেই রোজিনা ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্চিত করা, অসুস্থ হওয়া সত্বেও তার চিকিৎসার ব্যবস্থা না করা বা করতে বাধা দেয়া, ৫ ঘন্টা পর পুলিশের নিকট হস্তান্তর করা এবং সব শেষে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা এ সবই পরিকল্পিত বলে মনে করার যথেষ্ট কারন রয়েছে।
আর্টিকেল নাইনটিন বিশ্বাস করে, সরকারের কাছে যে তথ‌্য আছে, তা জনগণের। সেই তথ‌্য জানার অধিকার সাংবাদিকের আছে। তথ‌্য সংগ্রহ করতে সাংবাদিকদের বাধা দেওয়া হলো সত্য প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া। সাংবাদিকদের তথ‌্য সংগ্রহ ও প্রকাশের কারণে হেনস্তা করার কোনো অধিকার স্বাস্থ‌্য মন্ত্রণালয় বা সরকারের নেই।
অনুসন্ধ্যানী সাংবাদিকতার মাধ্যমে রোজিনা ইসলাম আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। তাঁর মত একজন সাংবাদিকের সাথে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এহেন আচরণ বুঝিয়ে দেয় দেশে মিডিয়া ও সাংবাদিকদের স্বাধীনতা কতটুকু এবং সাংবাদিকরা কতটুকু নিরাপদ।
রোজিনা ইসলামকে হয়রানি ও মামলা করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফারুখ ফয়সল। তিনি বলেন, “সরকারের এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিৎ। একই সাথে পেশাগত স্বার্থে ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোকে একত্রিত হতে হবে। তিনি মনে করেন সাংবাদিক সংগঠনগুলো পেশাগত স্বার্থে যতদিন একত্রিত না হতে পারবে, ততদিন বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার চর্চা অসম্ভব”।
পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। মতামত প্রকাশের স্বাধীনতার জন্য আজকের এই সময়ে তৃণমূল সাংবাদিদের ঐক্যবদ্ধ হওয়া অত‌্যন্ত জরুরি বলে মনে করে আর্টিকেল নাইনটিন।
দিনের দিনের পর সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩ জন সাংবাদিক বর্তমানে কারাগারে রয়েছেন।
ভাসানী অনুসারী পরিষদ
ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এক যৌথ বিবৃতিতে বলেছেন যে, ঔপনিবেশিক আইন দিয়ে স্বাধীন বাংলাদেশে নিপিড়নের শিকার আরেকজন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। এই প্রতিথযশা সাংবাদিকের অনুসন্ধানী সাংবাদিকতায় সচিবালয়ে লুকায়িত দুর্নীতির ভয়াবহ তথ্য পত্রিকার মাধ্যমে প্রকাশ পাওয়ায় জনগণ উদ্বীগ্ন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমলাতন্ত্র কিভাবে জনগণের অত্যাবশ্যক বিষয় নিয়ে অসদাচরণ ও দুর্নীতি করছে তা জনসম্মুখে আবারও প্রকাশ পেল।
সচিবালয়ের অভ্যান্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও বানোয়াট মামলায় আটক করায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তিদানের দাবি জানান। নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যান্তরে যে অনিয়ম ও দুর্নীতি চলছে তা তদন্তের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষকে তড়িৎ উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
জাতীয় পার্টি ( কাজী জাফর )
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও ভারপ্রাপ্ত মহসচিব আহসান হাবীব লিংকন আজ এক বিবৃতিতে গতকাল বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে নির্যাতনের পর পুলিশের কাছে হস্তান্তরপূর্বক তাঁকে গ্রেফতার করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ হয়-বাংলাদেশে এখন আর স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য পাওয়ার কোন সুযোগ অবশিষ্ট নেই। রোজিনা ইসলাম একজন সিনিয়র সাংবাদিক। তাঁর অনেক অনুসন্ধানী ও সাহসী রিপোর্টে সরকারের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক দুর্নীতি, অনিয়মের খবর জনগণ জানতে পেরেছে। সেজন্য সরকার তাঁর ওপর ক্ষুব্ধ ছিল এবং নজরদারী করছিলো। গতকাল পেশাগত কারণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাঁকে একা পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা- কর্মচারী অন্যায়ভাবে তাঁকে দীর্ঘ প্রায় ৬ ঘন্টা আটকে রেখে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং গ্রেফতার করা হয়। একজন নারী সাংবাদিকদের ওপর সরকারী কর্মকর্তাদের এহেন আচরণ লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ।
এটি কোন তুচ্ছ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। কর্তৃত্ববাদী শাসনে সাংবাদিক দলন এবং ভিন্নমত, সত্য প্রকাশ ও সরকারের সীমহীন দুর্নীতি প্রচারে সরকারের প্রতিবন্ধকতার এটি একটি উদাহরণ মাত্র। সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকরা যাতে আর সরকারের দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সংবাদ প্রকাশ করতে না পারে-এ ঘটনার মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হলো। সরকার ভয় ও আতঙ্ক ছড়িয়ে তাদের দুর্নীতি ও দুঃশাসনকে আড়াল করতে চায়।
বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকের ওপর নিষ্ঠুর আচরণের দায় সরকার এড়াতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী ও সচিব এ ঘটনা জানলেও তারা রোজিনা ইসলামকে উদ্ধারে কোন পদক্ষেপ নেয় নাই। উল্টো তাঁকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদের নির্দেশেই রোজিনা ইসলামের ওপর এ নির্যাতন চালানো হয়েছে। এই জন্য স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি করছি।
জাতীয় পার্টি রোজিনা ইসলামের মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার, তাঁকে আটক রাখাসহ নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ এবং সাংবাদিক দলন-নিপীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতা ও সঠিক তথ্য পাবার অধিকারে সরকারী হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here