সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আরও সোচ্চার হতে হবে–বিওএসপি

0
227
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: দেশে সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের পেশাগত সততা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আরও সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে প্রেস কাউন্সিল হলর’মে আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভ‚মিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, সিনিয়র সাংবাদিক খায়রুল আলম ও সাজাহান সাজু। সংগঠনের সহ-সভাপতি এমএ মমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃৃতা বক্তব্য করেন সাংবাদিক দ্যুতিময় বুলবুল, আতিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগাঠনিক সম্পাদক এম শাহাজাহান মিয়া, সবুজ আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান বাপ্পি সরদার, দৈনিক বর্তমানের মফস্বল সম্পাদক অসীম কুমার সরকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী, ঢাকা সাব-এডিরস কাউন্সিলের কার্যনিবাহী সদস্য শহীদ রানা, দৈনিক ভোরের কাগজের সাবেক যুগ্ম বার্তা বাবলু রহমান, চ্যানেল ১৬ নিউজ টিভির পলিচালক মাহবুবুল আলম লিটন, আমাদের সময়ের সাংবাদিক ইউসুফ আলী বাচ্চু, দৈনিক সময়ের আলোর সাব-এডিটর নির্মল কুমার বর্মন, খোলা কাগজের সাব-এডিটর রোকসেনা আকতার সুমিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কমীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here