Daily Gazipur Online

সাংবাদিক আক্তারুজ্জামান লাভলু ও হাসান আরেফিন’র ইন্তেকাল

ডেইলি গাজীপুর প্রতিবেদক:ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের জনপ্রিয় নেতা আক্তারুজ্জামান লাভলু সোমবার রাত ৯টা ৫০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেৃরাজেউন) ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ও বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

হাসান আরেফিন

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক নতুন কাগজের ব্যবস্থাপনা সম্পাদক হাসান আরেফিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেৃরাজেউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
হাসান আরেফিনের ছেলে ফিরোজুল ফেরদৌস জানান, গতকাল সকালে নগরীর মিরপুরের বাসায় তার বাবার বুকে ব্যাথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা রির্পোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। হাসান আরেফিনের ছেলে ফেরদৌস জানান, নামাজে জানাযা শেষে তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জলিসা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়াম্যন লায়ন এড. এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দীন বুলবুল সাংবাদিক আক্তারুজ্জামান লাভলু ও হাসান আরেফিন’র ইন্তেকালে গভীর শোক ও নিহতেদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।