
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর যুবলীগ নেতা, করোনা যুদ্ধা, আধাঁরের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার সরকারের উদ্যোগে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি সিনিয়র সাংবাদিক অলিদুর রহমান অলির জন্মদিন পালিত হয়। শুক্রবার রাত ৯ টায় যুবলীগ নেতা আকতার সরকারের নিজ অফিসে উক্ত জন্মদিন উপলক্ষে দোয়া এবং কেক কাটার মাধ্যমে জন্মদিন পালিত হয়।
সাংবাদিক তৈয়বুর রহমান উজ্জ্বলের সঞ্চালণায় দোয়া, আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধি আজিজুল হক, দৈনিক যুগান্তরের গাছা থানা প্রতিনিধি এম আর নাসির ,সাংবাদিক জসিম উদ্দিন, আশিকুর রহমান, শেখ কামরুল হাসান সাহা, জাফর আলীসহ সাংবাদিক শিল্প-সংস্কৃতি জগতের গুনী ব্যক্তিবর্গ।
সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে দেশ ও জনগনের সহায়ক হবে এ প্রত্যাশায় এবং করোনা মহামারী দেশের এ ক্লান্তি মূহুর্তে সকলের সুসাস্থ্য কামনা করে দোয়া করা হয়।






