Daily Gazipur Online

সাংবাদিক নজরুল ইসলাম স্বরণে নবীনগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি মরহুম ডা. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মোহাম্মদ হোসেন শান্তি, মো. শাহানুর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, মনির হোসেন, পিয়াল হাসান রিয়াজ, সাধন সাহা জয় প্রমুখ।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম।