
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্তদের বিরুদ্ধে চাকুরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করে কর্মরত সাংবাদিকরা।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সাংবাদিক নেতারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে যেভাবে আরিফুল ইসলামকে প্রহর করা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে অপসারিত ডিসি সুলতানা পারভীন ও নাজিম উদ্দিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্ছারন করেন তারা। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।
এছাড়াও রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগেও উপজেলা শহরের একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।






