
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তান নাসির উদ্দিন বিপ্লবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা ও তার ভাই লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব বাদি হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতে বুধবার এ মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, ১০ জুন রাত অনুমান ৯টার দিকে আলিপুর চৌরাস্তায় সাংবাদিক বিপ্লব হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ায় আদালতে মামলাটি করেন। আবদুল বারেক মোল্লা বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা অস্বীকার করে জানান, এটি স্থানীয় রজনৈতিক বিরোধ। তিনি পাল্টা অভিযোগ করেন ওই রাতে ইউপি চেয়ারম্যান তার ছোট ভাই আনছার মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের আদেশের কপি হাতে পেয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
