Daily Gazipur Online

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন ও সমাবেশ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে, রাজধানীর উত্তরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বৃহত্তর উত্তরার সাংবাদিকরা । মঙ্গলবার (২৩ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে উত্তরা পূর্ব থানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন উত্তরার জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম (যুগান্তর), এস এম মনির হোসেন জীবন (বাসস), আব্দুল্লাহ আল মামুন (প্রাণের বাংলাদেশ), মোখলেছুর রহমান মাসুম (আলোকিত সকাল), হুমায়ুন কবির (ফোকাস বাংলা), রাসেল খান (মানবকণ্ঠ), আবু বক্কর সিদ্দিক সুমন (যাযযায়দিন), জুয়েল আনান্দ (ঢাকা টিভি), শহীদুল ইসলাম (এশিয়ান টিভি), আজাদ (বিজয় টিভি), বাবুল বিক্রমপুরী, আমান উল্লাহ আমান (আলোর জগত), আশরাফ হোসেন ঢালী (বাংলা ফোকাস), মিরাজ শিকদার (সকাল টিভি), আমিনুল ইসলাম (বাংলাদেশ বুলেটিন), তানজীন মাহমুদ তনু (বার্তা বাজার), শিমুলী আক্তার নিলু (মুক্ত খবর), ইসমাইল আশরাফ (ট্রাইবুনাল),শাহজালাল জুয়েল (সরেজমিন বার্তা) প্রমুখ । উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রæত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে। ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।